এক মধ্যবিত্ত পরিবারের ছেলের কিছু কথা. .
- Sampad Shil
- Jan 25, 2019
- 2 min read

কি চেয়েছিলাম বাল?
কিছু চেয়েছিলাম? বলেছিলাম ? বাপ আমার,মা আমার!! দে আমাকে দামি দামি জামা,জুতা,।না বলেছিলাম বাবা,তুমি নাপিত।লোকের পা চাটো বলে,তোমাকে বাবা বলতে ঘৃনা হয়।
শুধু বলেছিলাম একটু খেলতে দাও।ক্লাস ৮এ বলেছিলাম,বাবা মেদিনীপুর যাবো প্রাকটিসে।
কী বলেছিলে সেইদিন মনে আছে?
বলেছিলে,মাধ্যমিক টা ভালোভাবে দে।তাইতো?
কোনো দিন তর্ক করেছিলাম বাল? করিনি ।।
সবার জীবনের একটা ইচ্ছে থাকে,আমারো কিন্তু,কোনোদিন জানতে চাওনি তোমরা।☺️
😂😂আমি প্রাকটিসে গেছি তাও,তোমাদের জানতে দিই নি। ড্রিসটিকের সেই সেকেন্ড প্রাইজটা,সার্টিফিকেট টা আজও হয়তো কোনো বাসের সিটের তলেচাপা পড়ে আছে😂😂🤣🤣
তোমরা তাও জানো না।তোমাদের ছেলে যে এত খেলায় ভালো,সেইটা তোমরা জানো না। কিন্তু ,খেলার প্রাইজটা ঠিকই ভাগাভাগি করেছো।
পড়াশুনা করি না আমি।। মানছি আর পড়তেও বসি না। টিউশন না গেলে পড়া হয় না☺️ কোনো স্যারের ২মাস,কোনো স্যারের ১০মাস,কোনো স্যারের ২বছর।
ভালো লাগছিল না আর বিশ্বাস করো।আমার দ্বায়িত্ব ছিল ভালোভাবে পড়াশুনা করা,তোমাদের দ্বায়িত্ব ছিল আমাকে সেই পরিবেশ টা তৈরি করে দেওয়া।
তোমরা পারনি,তাই আমিও পারছিলাম না আর।।
কতবার ভেবেছি মরে যাবো।তোমাদের দ্বায়িত্ব নেবারো তো কেউ নেই । সেইদিন যখন হাত কেটে গেল,তোমাদের জন্য,সেইদিন বোন বললো *দাদা,তুই ছাড়া আমাদের কে আছে বলতো?* সেই কথা গুলো আজও ঘুরে মাথায়।
এইতো এখনো তো ঘরে একা আছি,পারি না কি গলায় দড়িটা নিয়ে ঝুলে যেতে?
পারি আজও।
যাবো বাল একদিন সব ছেড়ে দিয়ে।
কখনো তো পারিনি কারো কষ্ট সহ্য করতে,সেই জন্য এত কষ্ট পেতে হয় আমাকে।
আর একজন,ঢংগি শালা।আমার ভালোবাসা। তোমরা কি ভাবো,ও ঢং করে আমার সাথে? ভালোবাসে না আমাকে? জানোই না বাল তোমরা।ও ও আমাকে খুব ভালোবাসে।
আমার মরে যাবার কথা জানার পর তোমরা এইদিকে শুধু কান্না করবে।আর ওইদিকে তিথিও গলায় দড়ি নেবে ☺️
বাবা,আজ কি বললে তুমি?
*ওর প্রতি কোনো আশা নেই আর,ও ফুটে গেছে,জীবনো মানুষ হবে না আর*
উচ্চমাধ্যমিকে পাশ না করলে আমি বাড়ি ছেড়ে যাবো।পাশ করলেও যাবো।
বাল কে ভালো আছে? কার গর্ব করছো আমার কাছে? কার সারাদিন পড়াশুনার কথা বলছো তুমি?
আমি গর্ব করি না। তাও তোমাকে বলছি, তুমি যে ছেলের জন্ম দিয়েছো,সে খুবই ভালো।
রোজ রাতে মাঠে গিয়ে দেখবে,যারা সারা দিন পড়ে,তারা তখন রাতে কি করে। কতটা নেশা করে,সেইটুকুই দেখবে।
যারা সারাদিন পড়ে,তাদের ব্যবহার দেখবে,মেয়েদের নিয়ে তাদের টোন টিটকারি দেখবে।
বিশ্বের জন্মদিনে মুন্নার নেশা হয়ে গেছিল,তখন লুকিয়ে লুকিয়ে আমি মুন্না কে পারলারে সারা রাত রাখি।জানো তোমরা? না।।
এখন আমি পড়ি না।খাই না।বেশি স্নান করি না বলে এত অসুবিধা তোমাদের? কেন সারাদিন আমাকে টোন কাটো ওইভাবে? আমি শুনেও না শুনার ভান করি আমি।
কিন্তু,তোমাদের কে জেনে শুনে অসম্মান করিনি কখনো।না করেছি কোনো দিন নেশা।
কি করবো আমি?
তোমরা আমার জীবনটা শেষ করে,শেষ সময়ে বলছো *তোর প্রতি কোনো আশা নেই*
একদিন তো বলতে পারতে *বাবু,তুই কি চাস বল*
শুধু বলো *বাবু কি নিয়ে পশার ইচ্ছে,বড়ো হয়ে কি নিয়ে পড়ছি,কোথায় যাবি,কি করবি*
কেন বাবা? কি দোষ করেছিলাম আমি?কেন এমনি করলে তুমি??
পারছি না গো আর অভিনয় করতে,বিশ্বাস করো,আর পারছি না।আমাকে তোমাদের থেকে দুরে পাঠিয়ে দাও কোথাও।আর থাকতে চাই না,তোমার কাছে ।।
জানি,তোমরা আমার ভালোর জন্যই বলো।কিন্তু , আমার খারাপ করে,ভালো চাইছো বাবা?☺️
→→প্রতিদিনের মতো,আজও চলছে আমার অভিনয়।
মাাাা- শুনছো তুমি? দেখতে পাইছো? তোমার পোলা কত বড়ো হয়েছে 😂😂😂😁🙂
তুমি বলতে না,সারাদিন কেন থাকিস একা ঘরে? কি করিস? আমি জানি,রোজ আমার ফোলা চোখ গুলো তুমি দেখতে।
তোমাদের সামনে তো কান্না করতে পারি না।আমি জানি,তাহলে তুমিও কষ্ট পাবে।। সেই জন্য একা থাকি।। কান্না করি,তার সাথে কথা বলি অনলাইনে।।
তার সাথে অনেক মনের কথা ভাগ করে নিই আমি।
আমি মরে গেলে,তার নিজের মেয়ে করে রেখো😂😂,ওর যেন কষ্ট না হয় বেশি☺️
আমি মরে গেলে,তার নিজের মেয়ে করে রেখো😂😂,ওর যেন কষ্ট না হয় বেশি☺️
댓글